অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, সময়ঃ ০৩:৩৮
রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক সুনামি সতর্কতা জারি করা হয়। ছবি: সংগৃহীত
জাপানে আবারও সুনামির আশঙ্কা থাকায় ১৯ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এর মধ্যে প্রায় ১০,৫০০ জন লোক হোক্কাইডোতে আছেন, যেখানে স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে যে লোকেরা ছাদে জড়ো হচ্ছে।
এর আগে কামচাটকায় ৩-৪ মিটার (১০-১৩ ফুট) পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে, অন্যদিকে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো শহরে আঘাত হেনেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সুনামির ঝুঁকি এখনও শেষ হয়নি।
জাপান আবহাওয়া সংস্থা একটি বিবৃতি জারি করেছে, যেখানে বলা হচ্ছে রাশিয়ায় ভূমিকম্পের পর এক দিনেরও বেশি সময় ধরে বড় সুনামির আশঙ্কা করা যেতে পারে।
সরকারি বিবৃতিতে বলা হয়, সুনামি এখনও লক্ষ্য করা যাচ্ছে, এবং সুনামির কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। যে কোনো সময় সুনামি আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত দয়া করে নিরাপদ স্থান ত্যাগ করবেন না।
রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির সতর্কতা জারি হওয়ায় জাপান, হাওয়াই এবং মার্কিন পশ্চিম উপকূলের কিছু অংশে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছে।
ভূমিকম্পের পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, পেরু ও ইকুয়েডরের বিভিন্ন দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়।
সূত্র: বিবিসি
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।