ঢাকায় ছাদবাগানেই বিভিন্ন জাতের মণকে মণ আম ফলিয়েছেন সফিকুল ইসলাম


এখন আমের মৌসুম। দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে, ট্রেনে আম আসছে ঢাকায়। তবে এর মধ্যে ঢাকায় এক ছাদবাগানে আমের বাম্পার ফলন হয়েছে। বাড্ডার নূরের চালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছাদবাগানে ঝুলে আছে শত শত আম। আর এসব আম বাজারের যেকোনো আমকে টেক্কা দেওয়ার মতোই। স্বাদ–গন্ধও অসাধারণ।
পেশায় ব্যবসায়ী সফিকুল নিজ বাসার ছাদে বাহারি ফুল আর ফলের সমন্বয়ে গড়ে তুলেছেন চমৎকার ছাদবাগান। সে বাগানেই এখন রাজত্ব করছে হরেক রঙের নানা জাতের আম।

আমেরিকান রেড পালমার জাতের আম
আমেরিকান রেড পালমার জাতের আমছবি: সফিকুল ইসলামের সৌজন্যে
মৌসুমি থেকে বারোমাসি—সব রকম আমের গাছ আছে সফিকুলের সংগ্রহে। তাঁর কথা, ‘বছরের যখনই আসবেন, আমার ছাদে আমের দেখা পাবেন। বারোমাসি মালয়েশিয়ান লুবনা আম থেকে থাই কাটিমন—সবই আছে। তাই ফল আসে সারা বছর। আমের এই ভর মৌসুমে গাছভর্তি পাকা, পরিপক্ব আম যেমন আছে, কোনো ডালে মুকুল বা গুটি আমও আছে। আছে মহাচানক, রঙিন আমেরিকান পালমার, থাই নামডকমাই, থাই ব্যানানা আম, হাঁড়িভাঙা, কিউজাই, পুনাই, চেন্নাইসহ অনেক জাতের আম।


আমের জাত সংগ্রহ
প্রতি মৌসুমে তিন থেকে চার মণ আম হয় সফিকুল ইসলামের ছাদে
প্রতি মৌসুমে তিন থেকে চার মণ আম হয় সফিকুল ইসলামের ছাদেছবি: সফিকুল ইসলামের সৌজন্যে
ছাদবাগানের ক্ষেত্রে কেউ পছন্দ করেন ফুল গাছ, কেউ ফলের। সফিকুল ইসলামের পছন্দ দুটোই। তাই তাঁর বাগানে ফলের গাছের পাশাপাশি ফুল গাছও আছে। শীত, বসন্তে বাগান ছেয়ে থাকে নানা রকম ফুলে। আর ফলের মধ্যে বেশি আছে আমগাছ। নিকটবর্তী নার্সারি থেকে শুরু করে বৃক্ষমেলা, এমনকি দেশের যে প্রান্তে ভালো আমের খোঁজ পেয়েছেন, সেখান থেকে চারা এনেছেন নিজে গিয়ে।

চিয়াং মাই জাতের আমের ফলনে খুশি সফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন নাহার
চিয়াং মাই জাতের আমের ফলনে খুশি সফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন নাহারছবি: সফিকুল ইসলামের সৌজন্যে
বারোমাসি লুবনা আমের গাছটা দেখিয়ে জানালেন, সেটা কুমিল্লার কোটবাড়ী থেকে আনা। ছাদে সে গাছটি এখন আমে ভরা। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গির সীমান্তবর্তী মন্ডুমালা গ্রামে বিশাল এলাকাজুড়ে ২০০ বছরের পুরোনো যে সূর্যপুরী আমগাছটি আছে, সেই গাছের কলম করা চারাও আছে তাঁর ছাদবাগানে।

ফলন কেমন
মালয়েশিয়ান বারোমাসি আম লুবনা
মালয়েশিয়ান বারোমাসি আম লুবনাছবি: সফিকুল ইসলামের সৌজন্যে
প্রতি মৌসুমে তিন থেকে চার মণ আম হয় সফিকুল ইসলামের ছাদে। যেহেতু একবারে সব আম পাড়া হয় না, তাই কড়ায়গণ্ডায় হিসাব পাওয়া কঠিন। তবে জাতভেদে এই বাগানের একেকটি আমের ওজন ৭০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত। এ বছর ডাল ছাঁটাইয়ের কারণে আমের ফলন অন্য বছরের তুলনায় কম। তারপরও দুই মণের কম হবে না। এখনো গাছে এক মণের মতো আম ঝুলছে।

আরও পড়ুন
কাঁচা আম খেয়েও ওজন বাড়ছে না তো?
২০ মে ২০২৫
কাঁচা আমের পুষ্টিগুণও দারুণ
বন্ধুদের নিয়ে আম–উৎসব
স্বজন ও বন্ধুদের নিয়ে উৎসব করে আম খাওয়ান সফিকুল
স্বজন ও বন্ধুদের নিয়ে উৎসব করে আম খাওয়ান সফিকুলছবি: সফিকুল ইসলামের সৌজন্যে
পারিবারিক যেকোনো আয়োজন থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, সবই হয় সফিকুলের ছাদবাগানে। আম তো বটেই, বাগানের যেকোনো ফল খাওয়ার জন্য রীতিমতো উৎসবের আসরই বসে। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে ডেকে আম ছাড়াও অন্য ফল খাওয়ান নিয়মিত। সফিকুল ইসলাম বলেন, ‘বন্ধুরা এলে বাগানের আম কেটে খাওয়ার মতো আনন্দ আর কিছুতে হয় না। রোদ–ঝড়–বৃষ্টি আর পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে প্রতিটি আম ব্যাগিং করা হয়। আম বড় হলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন, কিন্তু বন্ধু–স্বজনেরা না এলে সেটা পাড়া হয় না। বন্ধুদের কেউ নির্দিষ্ট দিনে আসতে না পারলে কুরিয়ারও করেন। অনেক সময় দেখা যায়, ফলের চেয়ে পাঠানোর খরচ কয়েক গুণ হয়ে যাচ্ছে; তারপরও নিজের গাছের ফল স্বজনদের পাঠিয়ে তৃপ্তি পান এই ছাদবাগানি।

নতুন বাগানিদের জন্য পরামর্শ
পাকার অপেক্ষায় হাড়িভাঙা আম
পাকার অপেক্ষায় হাড়িভাঙা আমছবি: সফিকুল ইসলামের সৌজন্যে
ছাদবাগানে আমগাছ রাখতে চাইলে সফিকুল ইসলামের পরামর্শ—

প্রথমেই বারোমাসি আমগাছ বেছে নিন, যাতে সারা বছর কোনো না কোনো গাছে আম থাকে।

ছাদে রাখুন আম্রপালি, থাই ব্যানানা, হাঁড়িভাঙা, হিমসাগরের মতো মৌসুমি আমও।

এরপর যোগ করুন গৌড়মতী ও বারি ৪। এসব জাত কিছুটা দেরিতে ফল দেয়। মানে অন্যান্য আম ফুরিয়ে এলে, এসব আম পাকতে শুরু করে।

বিশ্বস্ত নার্সারি ও বৃক্ষমেলা থেকে ছাদবাগানের উপযোগী সঠিক জাতের চারা বেছে নিন।

মাটিতে পর্যাপ্ত জৈব সার দিন।

ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার করুন।

২৫ জুন থেকে ঢাকার আগারগাঁও বাণিজ্যমেলার পুরোনো মাঠে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা। আমের চারা সংগ্রহ করতে পারেন সেখান থেকেও।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।