অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, সময়ঃ ০৫:৩৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে পাপিয়া খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, নিহত মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে টানাপোড়েন চলছিল স্ত্রী পাপিয়ার। বিশেষ করে, ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য মনিরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার জন্য চাপ প্রয়োগ করছিলেন পাপিয়া। কিন্তু মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও কুড়াল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। হত্যার পর নিহতের ছোট ভাই বাদী হয়ে জীবননগর থানায় ভাইপো রাজু এবং ভাবি পাপিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।