তিস্তা সেতুর নাম পরিবর্তনের দাবি


তিস্তা সেতু বাস্তবায়নের জন্য প্রথম আন্দোলনের ডাক দিয়েছিলের তিস্তাপারের শরিয়ত উল্লাহ মাষ্টার, এই প্রেক্ষিতেই নাম পরিবর্তন চান তারা। ছবি: সংগৃহীত 

 

রোববার (২০ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জের শরিয়ত উল্লাহ মাষ্টার তিস্তা সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে জেলা শহরের ডিবি রোডের গাগানাস মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


এ সময় বক্তব্য রাখেন, শরিয়ত উল্লাহ মাষ্টার তিস্তা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামিম মন্ডল, শাহিন মিয়া, সফিকুল মাষ্টার, ডা. ফুয়াদ ইসলাম সহঅন্যরা।

বক্তারা বলেন, তিস্তা সেতু বাস্তবায়নের জন্য প্রথম আন্দোলনের ডাক দিয়েছিলের তিস্তাপারের শরিয়ত উল্লাহ মাষ্টার। তার আহ্বানে কুড়িগ্রাম ও গাইবান্ধায় তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলন গড়ে ওঠে। দুই পারের মানুষের দাবির প্রেক্ষিতে তিস্তা সেতু নির্মিত হয়েছে, আগামি ৪ আগস্ট এ সেতু উদ্ধোধন হবে। সে কারণে আন্দোলনের নেতা শরিয়ত উল্লাহ মাষ্টার তিস্তা সেতু নামকরনের দাবি জানানো হচ্ছে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।