বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় আমিরুল ইসলাম ভোলা (৪২) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আমিরুল ইসলাম ভোলা উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।


জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, আমিরুল ইসলাম নামের ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।