হাসপাতালে মির্জা ফখরুল ও ড. মঈন খান


শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে মঞ্চে পড়ে যাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বসে বক্তব্য শেষ করেন।

 

শনিবার (১৯ জুলাই) রাতে সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান তারা।


এ  বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

 

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুই বার মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেছেন। বর্তমানে জামায়াত আমির ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ মঞ্চে পড়ে যাওয়ার পর হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

 

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাংবাদিকদের বলেন, ‘তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি বাসায় ফিরে যেতে পারবেন।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।