অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জুলাই ২০২৫, সময়ঃ ০৯:২৩
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আ.লীগের হরতালের প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের মোটরসাইকেল র্যালি। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন। যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। তবে এর প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে শনিবার (১৯ জুলাই) রাতে একটি মোটরসাইকেল র্যালি করেছে নগরীতে।
মোটরসাইকেল র্যালিটি লোকনাথ স্কুল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আগের স্থানে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কেউ যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য সজাগ থাকবেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের যেখানেই দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।