অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, সময়ঃ ১১:২০
নিহত দাকোপ উপজেলা জামাতে আমির মাওলানা আবু সাঈদ। ছবি: সংগৃহীত
শনিবার (১৯ জুলাই) ভোর ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জামায়াত নেতাকর্মীরা জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২৬০টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় দাকোপ উপজেলা জামায়াত আমির ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।