৪ দাবি আদায়ে অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গেডে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি আদায়ে মহাসমাবেশ করেছেন শিক্ষকরা। দৃশ্যমান অগ্রগতি না হলে দাবি আদায়ে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষাকরা যোগ দেন।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

মহাসমাবেশ থেকে সমিতির কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করেন, আগামী ১৮ সেপ্টেম্বরে মধ্যে চার দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি চলবে।

সমাবেশে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। মহাসমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সাবেক জনপ্রশাসন সচিব মো. এহসানুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. ছিদ্দিক উল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর শাহবাগ থানা আমির মো. আহসান হাবীব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাওহীদ হাওলাদারসহ অন্যান্যরা।
 
শিক্ষকদের চার দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; ২০২১ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের জিও জারি; চলতি দায়িত্বসহ সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান এবং ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।