অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, সময়ঃ ০৯:৪৬
টানা তিন জয়ের পর ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া রংপুরের। ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া হলো না রংপুর রাইডার্সের। গ্রুপ পর্বে টানা তিন জয়ে অপরাজিত থেকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছিল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শিরোপার মঞ্চে এসে হতাশ করলো তারা।
ফাইনালে শনিবার (১৯ জুলাই) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানের ব্যবধানে হেরে শিরোপা খোয়ালো রংপুর। ১৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে সোহানের দল।
গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারও দাপটের সঙ্গে পা রেখেছিল গ্লোবাল সুপার লিগে। গ্রুপ পর্বে টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির বাধায়। সব মিলিয়ে গ্রুপপর্বে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অংশগ্রহণকারী পাঁচ দলের মধ্যে শীর্ষে ছিল তারা। কিন্তু শিরোপার মঞ্চে গিয়ে হতাশ করলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় গায়ানা। ৯ বলে ৫ রান করে এভিন লুইস আউট হওয়ার পর ক্রিজে ঝড় তোলেন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। দুজনের ১২১ রানের জুটি-ই বোলিংয়ে রংপুরকে পিছিয়ে দেয়। ৪৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে রিটায়ার্ড আউট হন জনসন। অন্যদিকে ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করে আউট হন গুরবাজ। দুজনের বিদায়ের পর ঝোড়ো ক্যামিও উপহার দেন শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
রাদারফোর্ড ১৫ বলে ১ ছক্কা ও ১ চারের মারে ১৯ রান করেন। আর ৯ বলে ৩ ছক্কা ও ১ চারের মারে ২৮ রানে অপরাজিত থাকেন রোমারিও। বোলিং বিভাগে হতাশার দিনে রংপুরের হয়ে ১টি করে উইকেট তুলে নেন খালেদ আহমেদ, তাবরিজ শামসি ও ইফতিখার আহমেদ।
জবাব দিতে নেমে মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই লড়াই থেকে দূরে সরে যায় রংপুর। ইব্রাহিম জাদরান ৪ বলে ৫ রান করে রানআউট হওয়ার পর, ১৪ বলে ১৩ রান করে ক্যাচ দেন সৌম্য সরকার। এরপর ১০ বলে ৫ রান করে বোল্ড হন কাইল মেয়ার্স। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে দলকে লড়াইয়ে ফেরান সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। দুজনের জুটিতে আসে ৭৩ রান।
২৬ বলে ৩ ছক্কা ও ৩ চারের মারে ৪১ করে সাইফ আউট হওয়ার পর ফের হোচট খায় রংপুর। ২৯ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪৬ রানে ইফতিখার আউট হলে লড়াই থেকে ছিটকে যায় রংপুর। শেষদিকে ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারের মারে মাহিদুল ইসলাম অঙ্কনের ৩০ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধান কমিয়েছে।
৩৭ রান খরচায় গায়ানার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন ডোয়াইন প্রিটোরিয়াস। ২টি করে উইকেট নেন ইমরান তাহির ও গুদাকেশ মোতি।
গত বছর গ্লোবাল সুপার লিগের প্রথম মৌসুমে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।