দিনাজপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই


দিনাজপুরের বিরলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকালে বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মাটিয়ান দীঘির পাশে রাস্তা থেকে লাশটি উদ্ধার করে বিরল থানা পুলিশ।

 

নিহত ভ্যান চালক আসাদুল ইসলাম (৩৫) বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যুগীহারীখাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

নিহতের বড় ভাই মকবুল হোসেন বলেন, `কয়েকদিন আগে পুরাতন ভ্যান বিক্রি করে নতুন ভ্যান কেনেন আসাদুল ইসলাম।

 

মঙ্গলবার সেই ভ্যান চালাতে গিয়ে সে আর বাসায় ফিরেননি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে শুনতে পাই ৩নং ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মাটিয়ান দীঘির পাশে রাস্তায় একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই আসাদুল ইসলামের।

কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে।'


বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, ‌প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।