অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, সময়ঃ ০৭:০৫
দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হক মন্ডল (৪৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শামছুল হক মন্ডল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। পাশাপাশি তার নামে আরেকটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি এই কারাগারে কয়েদি হিসেবে রয়েছেন।
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন শামছুল হক মন্ডল। এর মধ্যে একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ২ বছর সাজা হয়েছিল। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।