নাটোরে ইমো হ্যাক করে প্রতারণা, ১২ জন আটক


বুধবার (৯ ‍জুলাই) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে বিলমাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। এ সময় মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে দেশি ও প্রবাসীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী সংঘবদ্ধ একটি চক্রের ১২ জন সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ইমো অ্যাপ হ্যাক করে প্রতারণা করে আসছিল। একইসঙ্গে প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।

এ ছাড়া তারা এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবেও পরিচিত। অভিযানে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

পরে আটকদের লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, সাইবার নিরাপত্তা সুরক্ষা আইন অনুযায়ী পূর্বের দায়ের করা মামলায় আটক ১২ জনের মধ্যে ৮ জন এ মামলার অভিযুক্ত। তাদের আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকি ৪ জনের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরও আদালতে পাঠানো হবে।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।