চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের দাবি: ‘নতুন কোনো বন্দোবস্ত নেই, সবই প্রহসন’


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একাংশ। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়।

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধান চাকসু নির্বাচনের মাধ্যমেই সম্ভব। দীর্ঘদিন ধরে এই নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা সাংগঠনিক ও প্রতিনিধিত্বশীল অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবারও একই দাবিতে মানববন্ধন করেন সংস্কার আন্দোলনের নেতা–কর্মীরা। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না এলে কঠোর কর্মসূচিতে যাবেন।

মানববন্ধনে স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির (স্যাড) কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ বলেন, বড় বড় ছাত্রসংগঠনগুলো নিজেদের রাজনৈতিক সুবিধা ছাড়া কিছুই ভাবে না। তাদের আন্দোলনও নির্ভর করে দলের জ্যেষ্ঠ শিক্ষকদের সাড়া পাওয়ার ওপর। ছাত্র-শিক্ষকের এই রাজনীতি শিক্ষার্থীদের কোনো সুফল দেয়নি।

জগলুল আহমেদ আরও বলেন, এখানে নতুন কোনো বন্দোবস্ত নেই, সবই প্রহসন। এই প্রহসনের অবসান একমাত্র সম্ভব চাকসু নির্বাচনের মাধ্যমে।

সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আবির বিন জাবেদ বলেন, বর্তমান প্রশাসন নতুন কী করেছে, সেটাই প্রশ্ন। আগের প্রশাসন যে দুটি হল নির্মাণ করেছিল, নতুন প্রশাসন কেবল সেগুলো উদ্বোধন করেছে। একমাত্র নতুন উদ্যোগ ছিল সমাবর্তন, সেটিও হয়েছে দুর্ভোগের মাধ্যমে।

আবির বিন জাবেদ আরও বলেন, ‘সমাবর্তনের পর প্রথম কাজ হিসেবে চাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু এখন পর্যন্ত আমরা সে আশ্বাসের বাস্তবায়ন দেখতে পাচ্ছি না।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনীম জাহান বলেন, ‘চাকসু আমাদের অধিকার। আমাদের পড়াশোনা ফেলে কেন বারবার আন্দোলন করতে হবে? আমি চাই, আমার নির্বাচিত প্রতিনিধি আমার কথা বলুক।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব রোমান রহমান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবীব, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাহসিনা রহমান, ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার এ নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরে বিভিন্ন ছাত্রসংগঠনের মুখোমুখি অবস্থান, সংঘর্ষ ও অনুকূল পরিবেশ না থাকায় আর কোনো নির্বাচন হয়নি।

 


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।