অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, সময়ঃ ০৭:১৮
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, জামালখান এলাকার ইউরেকা ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে বেলা ১২টা ৩৫ মিনিটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর একটা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি আনোয়ার হোসেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইউরেকা ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণে ভবনের বাসিন্দারা নিচে নেমে আসেন।
সবাই আতঙ্কিত হয়ে যান।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।