রিকশাচালক তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী


 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত এ আদেশ দেন।


তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জেলা ও দায়রা জজ আদালতে সিদ্ধিরগঞ্জের অপর একটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর হয়। দুই মামলার শুনানিতে তিনি কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, ‘তুহিন হত্যা মামলায় রিমান্ড শুনানির তারিখ ছিল ৩০ জুন। তবে হাইকোর্টে জামিন আবেদন পেন্ডিং থাকায় আদালত শুনানির নতুন তারিখ ৭ জুলাই নির্ধারণ করেন। আসামিপক্ষ রিমান্ড শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

অন্যদিকে, আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘জেলা জজ আদালতে ফৌজদারি মিস মামলার মাধ্যমে জামিন চাওয়া হলেও তা নামঞ্জুর হয়। হাইকোর্ট বিভাগে জামিন আবেদন বিচারাধীন থাকায় আমরা রিমান্ড শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করি, তবে আদালত তা আমলে নেননি।’

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবর্ষণের ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। পরে নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম ওই বছরের ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।