ক্ষেতলালে ডেঙ্গু সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ


সারা দেশের মতো জয়পুরহাট জেলাতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা শাখার পক্ষ থেকে নওটিকা-কেশুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও প্রচারণা চলানো হয়েছে।

এ কর্মসূচির উদ্বোধন করেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. আখতারুজ্জামান জয়। এ সময় তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষর্থীদের মাঝে ডেঙ্গু রোগের লক্ষণ, ওষুধ ও প্রতিরোধে করণীয় ও নানা কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দেন ।

পরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের সভাপতি এম রাসেল আহমেদের নেতৃত্বে শুভসংঘের সদস্যরা শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, নওটিকা-কেশুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র প্রামানিক, সহকারী শিক্ষক সিতেন চন্দ্র  মালি, শাহনাজ পারভিন, মিলি রানী, সাধারণ সদস্য রওশনরা রিফাহ ও ফাহমিদা রোশনি প্রমুখ।
 


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।