‘লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না’


ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রশ্নে লজ্জায় পড়তে হচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র কখন হবে? আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।

তিনি লেখেন, শহীদ পরিবারগুলো বলেছেন ‘আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর আপনারা ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই?’ তখন লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।
জাহিদুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন, জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?।

তিনি আরও লেখেন, আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।
 


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।